দ্য ব্রেভার্স কেনিয়া ভয়ংকর

by soniatasnimkhan

বন্য পশুর তিরোধান!!! জটিল এ রহস্য সমাধান করার জন্য কেনিয়ার মাসাইয়ের গ্রাম কগেলো-তে পা রাখে ঊষা এবং অ্যারেন৷ এরা দুজনই রহস্য উন্মোচনকারী ব্রেভার্স । যখন তারা কগোলোতে পৌঁছায় ঠিক তখনই শুরু হয় বিচিত্র এক ঘটনা। সেখানকার কবরস্থান থেকে হঠাৎ হঠাৎ উধাও হতে থাকে মৃতদেহ। জন্ম হয়, নতুন আরেকটি রহস্যের। সুহৃদ চিকিৎসক ডঃ জন আর্থারের কটেজ থেকে সুদূর ‘মাসাই মারা’ গ্রাম যেন রহস্যচাদরে আবৃত হয়ে পড়ে। অদ্ভূত এ ঘটনা সবাইকে যেন ক্রমশ এক গোলকধাঁধাঁয় আটকে ফেলে। 

কী কারণ থাকতে পারে এই পৈশাচিক কর্মকাণ্ডের পেছনে? কেসের জট খুলে নিতে এবারে কোন পথে এগোয় ব্রেভার্স খ্যাত ঊষা এবং অ্যারেন ? তারা কি পারে পশুমৃত্যু এবং গোরচুরির মধ্যে কোন যোগসূত্র বের করতে?  

 

পশু হত্যা আর গোরচুরি এটা কি পৃথক কোন ঘটনা? নাকি কোন অদৃশ্য যোগসূত্র রয়েছে এদের মাঝে? না এটা নিছকই সন্দেহ মাত্র? অন্য কোন ভয়ংকর কারণ কি লুকিয়ে রয়েছে এসবের আঁড়ালে?

ব্রেভার্স কি পারে এর রহস্য উন্মোচন করতে?

বইটি অনলাইনে কিনতে ক্লিক করুন: রকমারিবাতিঘর

You may also like

Leave a Comment