ফোর্থ ফ্লোর ( ফয়সাল থ্রিলার সিরিজ ২ )

by soniatasnimkhan

মনির অস্থিরভাবে নিজের মাথা দেওয়ালে ঠুকতে থাকে। ঠুকতেই থাকে৷ চামড়া ছিলে কপাল কিঞ্চিৎ ক্ষতবিক্ষত হয়। আচমকা ঘরে কোথা থেকে যেন তেলাপোকা বের হয়৷ একটা, ছুটো, তিনটে, এরপর শত শত তেলাপোকাতে ঘর ভরে ওঠে। বিছানার ওপর, টেবিলের ওপর সব জায়গা লালচে রঙে ছেয়ে যায়। ঝাঁক বেঁধে তেলাপোকারা উড়তে থাকে৷ উড়ন্ত পোকাগুলোর পাখা থেকে এক ধরনের শব্দ তরঙ্গ সৃষ্টি হচ্ছে। “ম্যা-ও-ও!” এবারে হুলোটার আওয়াজ পাওয়া যায়।

বইটি অনলাইনে কিনতে ফোন করুন:  রকমারি

Related Posts

Leave a Comment