অসমাপ্ত

by soniatasnimkhan

“অসমাপ্ত” বইয়ের ফ়্ল্যাপে লিখা

মানে… মাঝে মাঝে মনে হয় ও আ্যাবনরমাল। কোনো অতিপ্রাকৃত কিছু ওর ওপর ভর করেছে৷ আবার মনে হয়, এসবই ওর ভান, অভিনয়৷

স্ত্রী তনিমাকে নিয়ে নিজের মানসিক হতাশা, ক্ষোভ ও সন্দেহের দোলাচলের কথা বন্ধু ফয়সালকে বলে রাফি।

ফয়সাল এক তারুণ্যদীপ্ত, প্রাণোচ্ছল, উদ্যমী, যুক্তিবাদী মনোচিকিৎসাবিদ। রহস্য উদঘাটনের জন্য তনিমার বাল্যস্মৃতি বিজড়িত গ্রামের বাড়ি চাঁদপুর যায় ফয়সাল। সেখানে একের _পর এক সে জড়িয়ে পড়তে থাকে নানা রকম চমকপ্রদ ঘটনা প্রবাহের সঙ্গে।

কুমারী নদীর তীরের ওই পরিত্যক্ত, ভগ্নকুটিরে ঘটে যাওয়া আদিভৌতিক সব ঘটনা, ফয়েজ মোল্লার অস্বাভাবিক মৃত্যু, কুসুমের রহস্যজনক ভবিষ্যদ্বাণী করবার ক্ষমতা, আত্মহত্যা করতে গিয়ে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে অলৌকিকভাবে তনিমার সুস্থ হয়ে। ওঠা… এসব কি নিছক কোনো সাধারণ ঘটনা? নাকি

এস্বের মাঝে কোনো সূক্ষ্ম যোগসূত্র রয়েছে! এইসব প্রশ্ন ভাবিয়ে তোলে ফয়সালকে।

তনিমার এই কুয়াশাবৃত রহস্যের আসলেই কি কোনো সমাপ্তি টানতে সক্ষম হবে ফয়সাল?

বইটি অনলাইনে কিনতে ক্লিক করুন: রকমারি

Related Posts

Leave a Comment