বৃষ্টি পড়ছে. এখনও টিপটিপ করে৷ ঝিরিঝিরি বর্ষণে ফয়সালের ভিজতে ভালোই লাগছে৷ হাতে ধরে থাকা ছাতাটা খুলতে ইচ্ছে, হলো না ওর। ঠান্ডা বাতাস চোখ-মুখ ছুয়ে যাচ্ছে বেশ। সংকীর্ণ এই পথটা একটা খালের রূপ ধারণ করেছে৷ দূরে মেইন রোড থেকে কয়েকটা গাড়ির হর্ন শোনা যায়। ফয়সাল চলতে চলতে পেছন ফিরে তাকায়। এখান থেকে সুতপার ঘরটা দেখা যাচ্ছে। অন্ধকার আবারো চারপাশে উৎসুক দৃষ্টি ফেলে ফয়সাল। নাহ, কোনো ফুল গাছ নেইকোথাও। ফয়সালের মুখে চিন্তার ছাপ ফুটে উঠেছে। আনমনে ও বিড়বিড় করে বলে ওঠে, ‘ভাবতে হবে৷ অনেক ভাবতে হবে… কী ভেবেছিলো ফয়সাল?পেরেছিল কি ও সুতপাকে ঘিরে এই অদ্ভুত সমস্যার সমাধান করতে? নাকি রহস্যকূপ শেষপর্যন্ত রয়েই গিয়েছিল ধরাছোঁয়ার বাইরে? |
বইটি অনলাইনে কিনতে ক্লিক করুন: রকমারি