পরিণাম

by soniatasnim

হারেস হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শূণ্যে। ওর বোবা দৃষ্টি সীমানার অসীমে অনিশ্চয়তার কালো মেঘের স্তর জমাট বেঁধেছে। মলিন ধ্যাড়ধ্যাড়ে জীর্ণ কুটিরের চার প্রকোষ্ঠ প্রকম্পিত হচ্ছে এক শিশুর তীক্ষ চিৎকারে। প্রবল আক্রোশে হাত পা ছুঁড়ে সে তার অধিকার আদায়ের চেষ্টা করে যাচ্ছে। হারেস একবার শিশুটির দিকে আরেকবার বাহিরের দিকে দৃষ্টি ফেলে। ওর চোখে খেলে আতংকের নীল ঢেউ। বদ্ধ ঘরের একটি মাত্র দরজা। তবে ওটার উন্মোচনে কোন সমাধান টেনে নেবার অবকাশ নেই। এ যেন শাঁখের করাত। লোলুপ হায়নার মত অদৃশ্য পরাশক্তি ওৎ পেতে রয়েছে দুপাশে। পাল্লার ওপারে দন্ডায়মান ভয়ংকর অনুজীব আর এপারে তীব্র ক্ষুধার জ্বালা। উভয়ের পরিণাম একটাই; মৃত্যু।

Related Posts

Leave a Comment