বই মেলায় নতুন বই- আগন্তুক

by soniatasnim

সুতপা উঠে পড়ে বিছানার চাদর ঠিক করে নেয়। মায়ের একটা কথা ওর খুব পছন্দ হয়েছে। দেখাদেখি হলেই তো আর বিয়ে হয়ে যায় না। তাই আর কোন চিন্তা নয়। যত যাই হোক না কেন, সুতপা শুধুই সৌমেনের হবে। এসব ভাবতে ভাবতে ও হেঁটে গিয়ে আলমারিটা খুলে। অনেক দিনের পুরোনো স্টীলের আলমারি। জায়গায় জায়গায় রঙ উঠে যেয়ে কুষ্ঠ রোগীর মত হতশ্রী দেখাচ্ছে। ভেতরের সব কাপড় এলোমেলো। তার মধ্য থেকে বেছে বেছে কমলা টিয়া রঙের একটা সেলোয়ার কামিজ বেছে বের করে ও। অনেকক্ষণ সময় নিয়ে হালকা ছিমছাম সাজ সাজল সুতপা। আয়নার কাঁচে রাতের আকাশের গায়ে জেগে ওঠা তারার মত হরেক রঙা টিপ সেঁটে রয়েছে। ওদের মাঝ থেকে একটিকে তুলে নিয়ে কপালে দিয়ে অপলক নয়নে নিজের দিকে কতক্ষণ দেখে ও। এরপর চুলগুলো মুঠো করে বেঁধে নেয়। চেহারাটা বুঝি আরও লম্বাটে দেখাচ্ছে। ফের বন্ধনী থেকে মুক্ত করে দেয় ওদেরকে। অসীমের বুক থেকে আষাঢ়ের কালো মেঘ যেন ঝাঁপিয়ে পড়ল ওর পৃষ্ঠদেশে। আসলেই খোলা চুলে ওকে কেমন মোহনীয় লাগে। আনমনে ভাবে সুতপা।ওর এই জাদুকরী চুলের মাঝে খেলে বেড়ায় সৌমেনের স্পর্শ! আবার কঠিণ হয়ে যায় ওর মুখ। এই কুন্তলরাজির মায়ার অতলে হারানোর অধিকার কেবল সৌমেনের। আর কারো নয়। কক্ষণো নয়।

সাইকো হরর থ্রিলারঃ “আগন্তুক”
লেখকঃ সোনিয়া তাসনিম খান
প্রচ্ছদঃ মোস্তাফিজ কারিগর
প্রকাশনীঃ অবসর
প্রকাশকালঃ অমর একুশে গ্রন্থমেলা ২০২২
পৃষ্ঠা সংখ্যাঃ ১২৬
মলাটমূল্যঃ ২৫০ টাকা
২৫% ছাড়ে বুক এক্সপ্রেসে ১৮৫ টাকা

Related Posts

Leave a Comment